পর্দাহীনতার বিপদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আল্লাহ ও তাঁর রাসূলের নাফারমানি, অভিশাপ, জাহান্নামিদের কাজ, ইবলিসের সুন্নত, ইহুদী নীতি, জাহেলি রীতি ও চারিত্রিক পদস্খলনের অন্যতম মাধ্যম হিসেবে বর্ণিত হয়েছে। বেপর্দার কারণে নারী সস্তা সামগ্রীতে রূপান্তরিত হয় এবং সমাজে নানা রোগ ও অনাচারের প্রসার ঘটে।